জামাই গেছে শ্বশুরবাড়িতে...
অনেকদিন বাদে আসছে তাই শাশুড়ি ভালো ভালো রান্না করছে। পোলাও, মাংস, রুই মাছ, কোপ্তা, কালিয়া,দই, বেগুনভাজি এবং পাটশাক!! তো শাশুড়ি প্রথমে জামাইর প্লেটে একগাদা পাটশাক তুলে দিল! জামাই তাড়াতাড়ি সেটুকু খেয়ে ফেলল... এদেখে শাশুড়ি বলে উঠলেন বাবা তোমার বুঝি পাটশাকটা খুব ভালো লেগেছে, আরেকটু দেই?... বলতে বলতে আরেকগাদা পাটশাক জামাইয়ের প্লেটে তুলে দিলেন তিনি"!" জামাই একটু মনক্ষুণ্ন হল!! খাওয়ার এতো আইটেম; বড় বড় মাংসের টুকরা, মাছের পেটি তাকে হাতছানি দিয়ে ডাকছে। এখন তো শুধু পাটশাক খেয়েই পেট ভরে গেল! জামাই ঐটুকুও খেয়ে শেষ করতেই শাশুড়ি বললেন,
বাবা আরো একটু দেব? জামাই তখন খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, "আম্মা আপনার আর কষ্ট করে প্লেটে শাক তুলে দেয়া লাগবেনা!!
'
'
'
'
পাটক্ষেতটা দেখাইয়া দেন, আমি গিয়া খাইয়া আসি!!"
Comments
Post a Comment