প্রেমিক বনাম প্রেমিকা


২১টি গোলাপ

আসিফ: জন্মদিনে তুমি কী উপহার চাও?
ফারাহ: আগামীকাল আমার যত বছর পূর্ণ হবে, তুমি আমাকে ঠিক ততটা গোলাপ পাঠাবে। সকালে ঘুম থেকে উঠেই আমি যেন তোমার দেওয়া গোলাপ হাতে পাই।
আসিফও বেশ খুশি। পরিচিত এক ফুলের দোকানদারকে বলে রাখল, পরদিন ভোরবেলায়ই যেন ফারাহর বাসায় ২১টি গোলাপ পৌঁছে যায়।
পরদিন খুশিতে বাকবাকুম করতে করতে ফারাহর বাসায় হাজির আসিফ। দরজায় দাঁড়িয়েই রাগত স্বরে বলল ফারাহ, ‘চলে যাও তুমি! আর কখনো তোমার মুখ দেখতে চাই না।
কিছুই বুঝল না আসিফ। মন খারাপ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় দেখা ফুলের দোকানদারের সঙ্গে। দোকানদার হেসে বলল, ‘স্যার, ম্যাডাম খুশি হইছে তো? আপনি আমার পুরান কাস্টমার, তাই এক ডজন ফুল বেশি দিছিলাম!’

লুপ

প্রেমিকা: তুমি নম্বর বেকুব।
প্রেমিক: কিন্তু আমি দেখতে সুদর্শন।
প্রেমিকা: কে বলেছে তোমাকে কথা?
প্রেমিক: কেন? তুমি বলেছ!
প্রেমিকা: আমি বলেছি, আর তুমি আমার কথা বিশ্বাস করেছ?
প্রেমিক: হুঁ, করেছি।
প্রেমিকা: উফ্! তুমি আসলেই নম্বর বেকুব।
প্রেমিক: কিন্তু আমি দেখতে সুদর্শন!

মনের ভেতর ছোটাছুটি

মন্টু বলছে তানিয়াকে, ‘তোমার পা ব্যথা করে না?’
তানিয়া: কেন?
মন্টু: কারণ তুমি সারা দিন আমার মনের ভেতর ছোটাছুটি করো!

এটিএম কার্ডের পাসওয়ার্ড

অপু বলছে তার প্রেমিকাকে, ‘প্রেয়সী আমার, তোমার সঙ্গে আমি আমার সব কথা শেয়ার করতে চাই। আমার সুখ, দুঃখ, হাসি, কান্নাসব!’
প্রেমিকা: শুরুটা তাহলে তোমার এটিএম কার্ডের পাসওয়ার্ড দিয়েই হোক

প্রতিবাদ

ঝন্টু বলছে মন্টুকেজানিস, লিপি আমার হূদয় ভেঙে দিয়েছে। কিন্তু আমার চেয়ে বেশি কেঁদেছে।
মন্টু: কেন?
ঝন্টু: কারণ, প্রতিবাদস্বরূপ আমি ওর নতুন আইফোনটা ভেঙে দিয়েছি

প্রেমপত্র

মালাকে চিঠি লিখেছে জনি।প্রিয় মালা, আমাকে যদি তুমি ভালোবেসে থাক, তাহলে চিঠিটা পড়ো। আর যদি ভালো না বাসো, তাহলে আমাকে চিঠি লিখে জানাও যে তুমি চিঠিটা পড়োনি!’

কথা দেয়া

প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেড়িয়েছে প্রেমিক।
প্রেমিকা তার এক হাঁটুর কাছাকাছি একটা বেল্ট বেঁধেছে।
প্রেমিক সেটা দেখে কারণ জিজ্ঞেস করল।
প্রেমিকা উত্তর দিল: বাড়িতে কথা দিয়েছি যে আমি তোমাকে এই বেল্টের নীচে স্পর্শ করতে দেব না

বিয়ের প্রস্তাব

প্রেমিক-প্রেমিকার মধ্য তুমুল ঝগড়া চলছে।
এক পর্যায়ে প্রেমিকা তার প্রেমিককে বলল, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তুমি জীবনেও শান্তি পাবে না, সারা জীবন কষ্টে কষ্টে কাটবে।
এই শুনে প্রেমিক বলল, তুমি কি সত্যি সত্যি আমাকে চলে যেতে বলছ নাকি তোমাকে বিয়ে করার কথা বলছ?

গোপন কথা

প্রেমিকা: আজ তোমাকে একটা গোপন কথা বলব। কথাটা আরও আগেই বলা উচিত ছিল, কিন্তু বলা হয়ে ওঠেনি। জানি না, তুমি ব্যাপারটা কীভাবে নেবে। আমাকে প্রতি সপ্তাহেই একজন মানসিক রোগের চিকিৎসকের সঙ্গে দেখা করতে হয়।
প্রেমিক: আমিও তোমাকে একটা গোপন কথা বলব। আমাকে প্রতি সপ্তাহেই একজন স্কুলছাত্রী, একজন কলেজছাত্রী, একজন স্কুলশিক্ষিকা, একজন গায়িকা এবং একজন লেখিকার সঙ্গে দেখা করতে হয়!

বিবাহিতা মেয়ে

প্রেমিকা: তুমি কি বিয়ের পরও আমাকে এত বেশি ভালোবাসবে?
প্রেমিক: কেন নয়? আমার বিবাহিতা মেয়েদের খুবই ভালো লাগে!

Comments