গরু দিনে কতটুকু দুধ দেয়


গরু দিনে কতটুকু দুধ দেয়

পাপ্পু মাঠে গরু চড়াচ্ছিল। পাশের এক আগন্তুক এসে জিজ্ঞেস করলো “গরু দিনে কতটুকু দুধ দেয়?”
পাপ্পু: “সাদা গরু নাকি কালো গরু?”
আগন্তুকঃ “সাদা গরু?”
পাপ্পুঃ “৩ লিটার”
আগন্তুকঃ “আর কালো গরু?”
পাপ্পুঃ “সেও ৩ লিটার”


আগন্তুকঃ “এরা দিনে কত কেজি ভুষি খায়?”
পাপ্পুঃ “সাদা গরু না কালো গরু?”
আগন্তুকঃ “সাদা গরু?”
পাপ্পুঃ “২ কেজি”
আগন্তুকঃ “আর কালো গরু?”
পাপ্পুঃ “সেও ২ কেজি”

আগন্তুক(রেগে গিয়ে)ঃ “যদি দুইজনই সমান দুধ দেয় আর সমান ভুষি খায়, তাহলে প্রতিবার ‘কালো গরু’, ‘সাদা গরু’ করতেছো কেন?”
পাপ্পুঃ “এটা এজন্যে করতিছি যে সাদা গরুটা আছে ঐটা আমার চাচার”
আগন্তুকঃ “আর কালো গরু?”
.
.
.
.
.
.
পাপ্পুঃ “ঐটাও আমার চাচার

 

Comments