ইন্টারভিউ কক্ষে নীল...
১মপরীক্ষক: বসুন। কি নাম আপনার ?নীল: স্যার, নীল।
১মপরীক্ষক: হুম।নীল তো একটি রঙের নাম। বলুন তো কিসের
রঙনীল ?
নীল: স্যার, বেদনার রঙনীল। পরীক্ষকের মুখফ্যাকাসে। সম্ভবত এমন উত্তর আশা করেন
নাই।
১মপরীক্ষক: আপনার সাবজেক্ট তো ছিল পলিটিক্যাল
সায়েন্স। বলনুতো পলিটিক্সের মূলউপপাদ্য কি ?
নীল: স্যার বইয়ের বিদ্যা থেকে বলব নাকি বাস্তব
বিদ্যা থেকে বলব? ১মপরীক্ষক: স্ট্রেইন্জ। বাস্তববিদ্যা থেকে বলুন দেখি।
নীল: রাজনীতিতে প্রতিপক্ষ নামক কোন শব্দ থাকবে না।
যাকেই প্রতিদ্বন্দ্বী মনে হবে তাকেই
ঘ্যাচাং করে দিতে হবে।
১মপরীক্ষক: ঘ্যাচাং কি ?
নীল: স্যার, গুমকিংবা খুন করে ওপারে পাঠাতে হবে। উদাহরণ- বাংলাদেশ।
১মপরীক্ষক কিছুটা ইতস্তত।
২য় পরীক্ষক: আচ্ছা আপনাকে সাহিত্য থেকে প্রশ্ন করি।
একজন আধুনিক যুগের কন্ঠশিল্পীর নাম বলুন।
নীল: হুসেইন মোহাম্মদ এরসাদ।
২য় পরীক্ষক: কিভাবে ? নীল: সে সকালে একসুরে কথা বলে, বিকালে আরেক সুরে।
রাতে আবার তার মুখে অন্য সুর পাওয়া যায়।এ কারনেই...
২য় পরীক্ষক: আপনার প্রিয় গল্প বা উপন্যাসের নাম বলুন।
নীল: 'টিভি ক্যামেরার সামনে মেয়েটি', লিখেছেন
হাসানাত আবদুল হাই। গল্পটি নববর্ষ উপলক্ষে প্রথম
আলো পত্রিকার সাহিত্য বিভাগে প্রকাশিত হয়েছিল। ২য় পরিক্ষক: তাহলে প্রথম আলো আপনার প্রিয় পত্রিকা?
নীল: না স্যার। আমার প্রিয় পত্রিকার নাম জনকন্ঠ।
২য় পরিক্ষক: জনকন্ঠ কেন?
নীল: স্যার এই পত্রিকা না পড়লে আমি জানতাম
না কিভাবে মিথ্যা, বানোয়াট আর সরকারের
লেজুড়বৃত্তি সংবাদছাপাতে হয়। ৩য় পরিক্ষক: আপনার প্রিয় ব্যক্তিত্ব কে ?
নীল: আবুলওআবুলমাল।
৩য় পরিক্ষক: বলুন তো এ যুগের হিটলার কে ?
নীল: মখা আলমগীর।
৩য় পরিক্ষক: আপনার প্রিয় প্রাণী কি ?
নীল: কালো বিড়াল। ৩য় পরিক্ষক: এককথায় প্রকাশ করুন,
'কথা দিয়ে কথা রাখে না যে'।
নীল: সাহারা খাতুন।
৩য় পরিক্ষক: মানে কি ?
নীল: স্যার, সাগর রুনী হত্যাকান্ডের পর সাহারা খাতুন
৪৮ঘন্টার সময় নিয়েছিল খুনিকে ধরার জন্য। বছর পেরিয়ে যাচ্ছে তারপরো ৪৮ ঘন্টা শেষ হল না।
৩য় পরিক্ষক: ইংরেজীতে বাক্য রচনা করুন,
"আমি বিরিয়ানী খেতে চাই"।
নীল: Iwant to go to Shahbag.
৩য় পরীক্ষক ইজ শকড।
মূলপরীক্ষক: বাংলাদেশ নিয়ে একটি বাক্য রচনা করুন। নীল: "ঝুলন্ত ফেলানীর মাঝে বাংলাদেশ দেখতে পাই"।
মূলপরিক্ষক: আপনি আপনার জীবনে কাকে আইডল
মানতে চান?
নীল: শেখ হাসিনা কে। ইশ!!! এত তীক্ষ্ন বুদ্ধি যদি আমার
থাকত স্যার!!
মূলপরিক্ষক: যেভাবে আপনি প্রশ্নের উত্তর দিলেন, আপনার কি মনে হয়, এতে চাকরী হবে?
নীল: স্যার প্রশ্নের উত্তরে আমার চাকুরী হবে না।
মন্ত্রীর সুপারিশে হবে। সেইটা আমার আছে।
এবার সবাই চুপ।।
Comments
Post a Comment